শিক্ষিকা মেহেরীন চৌধুরীর সমাধিতে বাংলাদেশ বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শ্রদ্ধেয় শিক্ষিকা মেহেরীন চৌধুরী (Meherin Chowdhury)-এর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী (Bangladesh Air Force)। গত বুধবার, ২৩ জুলাই, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (Air Chief Marshal Hasan Mahmood Khan)-এর পক্ষে বিমানবাহিনীর একটি প্রতিনিধিদল নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে অবস্থিত মেহেরীন চৌধুরীর সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করে।

বাংলাদেশ বিমানবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, বিমানবাহিনীর পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

পোস্টটিতে আরও বলা হয়, “মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মেহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে কোমলমতি শিক্ষার্থীদের যেভাবে তিনি রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *