বিমান দুর্ঘটনায় শিক্ষক মাহরীনের বীরত্বের প্রশংসায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (Anwar Ibrahim)। বুধবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়া শিক্ষক মাহরীন চৌধুরীর অসামান্য সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লিখেছেন, “ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার হৃদয়বিদারক খবরে আমি গভীরভাবে ব্যথিত। এতে অনেক প্রাণ হারিয়েছে—যাদের বেশিরভাগই শিশু। শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনার কথা শুনে আমার হৃদয় ভেঙে গেছে।”

এই দুর্ঘটনায় শিক্ষক মাহরীন চৌধুরী (Mahreen Chowdhury)-এর আত্মত্যাগ বিশেষভাবে উল্লেখ করেন তিনি। আনোয়ার বলেন, “তিনি (মাহরীন) প্রথমে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান, এরপর আরও শিক্ষার্থীকে রক্ষা করতে ফিরে আসেন। ধোঁয়া ও আগুনের মধ্যে জীবন বাজি রেখে যে সাহসিকতা তিনি দেখিয়েছেন, তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।”

দুঃখের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তাও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-কে তিনি একটি চিঠি পাঠাবেন। চিঠিতে মালয়েশিয়ার জনগণের তরফ থেকে সমবেদনা জানানো হবে।

বার্তার শেষাংশে তিনি লেখেন, “নিহত প্রতিটি জীবন, আহত ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমরা গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *