বিচারপতি মানিকের ৯০০ কোটি টাকার সম্পদ: রাজউকে দুদকের চিঠি

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক (Shamsuddin Chowdhury Manik)-এর বিপুল পরিমাণ সম্পদের উৎস অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission)। মোট ৯০০ কোটি টাকার সম্পদ নিয়ে প্রশ্ন ওঠায়, সংস্থাটি সম্প্রতি রাজউক (RAJUK)-এর কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে।

গত ২৩ জুলাই, দুদকের উপপরিচালক সিফাত উদ্দিনের নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটি এ সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করে রাজউকের কাছে। এতে বিশেষভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমির বরাদ্দ এবং সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র চাওয়া হয়েছে।

দুদকের তদন্তে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিচারপতি মানিক তাঁর অবস্থান ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করেন এবং পাঁচ একর জমিকে পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবি করেন। এই জমিতে পরে তিনি নিজস্ব ডেভেলপার দিয়ে সাতটি বহুতল ভবন নির্মাণ করেন, যার বাজারমূল্য এখন প্রায় ৯০০ কোটি টাকার মতো।

এছাড়াও তাঁর বিরুদ্ধে সরকারি বাসভবনে থেকেও দীর্ঘদিন ধরে কোনো ভাড়া না দেওয়ার অভিযোগ রয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো, দেশ থেকে অর্থ পাচার করে লন্ডনে বাড়ি কেনার বিষয়টি।

দুদকের সূত্রে জানা গেছে, প্রাপ্ত অভিযোগ এবং নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনে পরবর্তী ধাপে সরাসরি তদন্ত কিংবা জিজ্ঞাসাবাদেও যেতে পারে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *