কক্সবাজারের টেকনাফ (Teknaf) শালবাগান পুলিশ চেকপোস্টে এক অদ্ভুত ও নাটকীয় ঘটনা ঘটেছে। বোরকা ও মোজা পরে নারী সেজে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করেন এক রোহিঙ্গা যুবক। সন্দেহ হলে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ফাঁস হয়ে যায় তার পরিচয়—সে কোনো নারী নয়, পুরোদস্তুর যুবক।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায়। পুলিশের হাতে আটক হন রশিদ আহমদ (২৭), যিনি ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও ফরিদ আহমদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (Officer-in-Charge Gias Uddin) জানান, প্রতিদিনের মতো ওই সন্ধ্যায় চেকপোস্টে তল্লাশি চলছিল। হঠাৎ একজন বোরকাপরা ব্যক্তি চেকপোস্ট পার হচ্ছিলেন। তার গতিবিধি ও আচরণে সন্দেহ হলে পুলিশ থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে।
“প্রথমে সে এলোমেলো কথা বলছিল, যা সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে নিশ্চিত হওয়া যায়, সে নারী নয়—ছেলে। পরে জানা যায় তার নাম রশিদ আহমদ,” বলেন ওসি গিয়াস উদ্দিন।
পুলিশ বলছে, যুবকটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অপহরণের মতো কোনো অপরাধমূলক উদ্দেশ্যে বের হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণ বাঙালি নারী সেজে ক্যাম্পের বাইরে যাওয়ার চেষ্টা ছিল তার কৌশল।
অভিনব এই ছদ্মবেশ পরিকল্পনা ব্যর্থ করে দেয় পুলিশের তৎপরতা। তার পরনে ছিল পুরো বোরকা, মুখ আড়াল করা, এমনকি পায়ে মোজা—যেন কোনোভাবেই তার পুরুষ পরিচয় ফাঁস না হয়। কিন্তু তল্লাশির সময় অসঙ্গতিপূর্ণ আচরণে ধরা পড়ে যান তিনি।
আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশ।