নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা যখন তুঙ্গে, তখনই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর (Nurul Haque Nur) প্রকাশ্যে জানালেন, সরকার যদি নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তবে দেশে একটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন দেখা দিতে পারে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা: রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad) এর কুমিল্লা জেলা শাখা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, “সরকার যদি নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য আচরণ করতে না পারে, তাহলে একটি নিরপেক্ষ সরকার অপরিহার্য হয়ে উঠতে পারে।”
তিনি সাম্প্রতিক ‘মাইলস্টোন’ ঘটনার তদন্ত নিয়েও বক্তব্য দেন। সেই ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, “জাতিকে সত্য জানার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সরকারের উচিত সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে সত্য উন্মোচন করা।”
নুরুল হক নুর আরও প্রশ্ন তোলেন সচিবালয়ের মতো সুরক্ষিত স্থানে নিরাপত্তা নিশ্চিত না করতে পারার ব্যর্থতা নিয়ে। তিনি বলেন, “যদি সরকার সচিবালয়েই নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে? এই প্রশ্নের উত্তর চায় মানুষ।”
সমাবেশে নুর আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করারও আহ্বান জানান। এই দাবিটি ছিল সমাবেশের অন্যতম আলোচিত অংশ। যদিও এমন বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এই সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠে ব্যাপক জনসমাগম দেখা যায়। রাজনৈতিক অঙ্গনের বাইরে সাধারণ মানুষেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।