বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সম্পাদক আবদুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি বলে দাবি করছেন ফেসবুক ব্যবহারকারীরা। এমনকি সাংবাদিক জাওয়াদ নির্জরও একই দাবি করেন।
খোঁজ নিয়ে জানা যায়, খোদ আবদুর রাজ্জাক বিন সুলাইমান নিজেই নিজের এই পদবি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই পোস্টে তিনি একটি তালিকা শেয়ার করেছেন।
সেই তালিকায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য হিসেবে ছাত্র প্রতিনিধি উল্লেখ করা হয়েছে। তবে এটি সরকারি কোন বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপন কিনা সেটি জানা যায়নি।
এছাড়াও তার প্রোফাইলে এনসিপি একাধিক নেতার সাথে ছবি পাওয়া গেছে।




