কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)-এর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সর্বস্তরের ছাত্র ও সাধারণ জনতা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলচত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা উপজেলা পরিষদ চত্বর, থানা প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।
এর আগে, বিকেল ৩টা থেকেই মুরাদনগর বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। “উপদেষ্টা আসিফ পদত্যাগ করো”, “অপকর্মের প্রশ্রয়দাতার বিচার চাই”—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভকারীদের অভিযোগ, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মাস্টার (Billal Hossain Master) দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। শিক্ষিকার পরিবারের ভাষ্যমতে, তিনি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন ও বাড়ি ফিরতে পারছেন না।
এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের পুকুর জবরদখল, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি, এমনকি মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ইন্ধন দেওয়ার অভিযোগও উঠেছে বিল্লাল মাস্টারের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ভাষ্য, উপদেষ্টা আসিফ মাহমুদ এসব কর্মকাণ্ডে নীরব না থেকে বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করে যাচ্ছেন। তার ছত্রচ্ছায়ায় তার বাবা এলাকায় ‘অপরাধের রাজত্ব’ কায়েম করেছেন।
ছাত্র-জনতার দাবি, আসিফ মাহমুদের বাবা স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র নেতা ইউসুফ আব্দুল্লাহ হারুন (Yusuf Abdullah Harun)-এর ঘনিষ্ঠ লোকজন এবং দলের পুনর্বাসন নীতির আওতায় থেকে আইনের ঊর্ধ্বে থেকে চলছেন। তাদের অভিযোগ, ট্রিপল মার্ডারের মূল হোতা শিমুল বিল্লাল এখনো গ্রেপ্তার না হওয়ার পেছনে রয়েছে উপদেষ্টার পরিবারের প্রভাব।
বিক্ষোভকারীরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ এবং তার বাবার বিরুদ্ধে সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একইসঙ্গে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা।