আগামী জাতীয় নির্বাচনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল (Asif Nazrul)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনীতি ও সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য দেন।
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবে।” তাঁর এ বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে সরকারের আত্মবিশ্বাস ও আশাবাদের ইঙ্গিত মিলেছে।
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ২০০৮ সালের নির্বাচন নিয়েও সরব হন। তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই—এই ধারণার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। সেখানে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিক, কাজ করুন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।”
সংস্কার প্রসঙ্গে আসিফ নজরুল দাবি করেন, বর্তমান সরকার নানামুখী গুরুত্বপূর্ণ সংস্কার চালিয়েছে, যার মধ্যে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার এবং ডিজিটাইজেশন উল্লেখযোগ্য। তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানিমূলক প্রায় ১৬ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। এর ফলে কয়েক লাখ রাজনৈতিক নেতাকর্মী ও স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে মুক্তি পেয়েছে।”
আইন উপদেষ্টার মতে, সরকারের এই সংস্কার উদ্যোগ কেবল তাৎক্ষণিক রাজনৈতিক স্বস্তি আনে না, ভবিষ্যত সরকারগুলোও এ ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।