ঢাকার দোহারে সরকারি জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মো. রাসেল আহমেদ (Md. Russel Ahmed)–এর বাবা মো. হাসেম মোল্লা শুক্রবার সকালে জয়পাড়া বাজারের গরুর হাটে এক শতাংশ সরকারি জমিতে বেড়া ও টিন দিয়ে ঘিরে দখল নিতে গেলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন।
ঘটনাটি ঘটে ১ আগস্ট সকাল বেলা। স্থানীয় বাজার পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, বিষয়টি টের পেয়ে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতি দেখে উত্তেজিত হয়ে ওঠেন হাসেম মোল্লা। তিনি কমিটিকে দেখে নেওয়ার হুমকি দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় ব্যবসায়ীরা তীব্র প্রতিক্রিয়া জানান এবং অবিলম্বে বেড়া তুলে নেওয়ার দাবি তোলেন। তাদের ক্ষোভের মুখে পড়ে অবশেষে দখলকৃত স্থান থেকে বেড়া সরিয়ে ফেলতে বাধ্য হন হাসেম মোল্লা ও তার সহযোগীরা।
এসএম কুদ্দুস (SM Kuddus), জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, “সরকারি সম্পত্তি দখলের এমন উদ্যোগ অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত।” অন্যান্য ব্যবসায়ীরাও জানান, ৫ আগস্টের পর থেকেই হাসেম মোল্লা ওই জমি দখলের চেষ্টা করে আসছিলেন।
হাসেম মোল্লা দাবি করেছেন, তিনি ওই জমি রেকর্ড মাফিক কিনেছেন। তবে এই মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
পুত্র ও এনসিপি নেতা রাসেল আহমেদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে জেনেছেন এবং বিষয়টি তদন্ত করে যথাযথ কাগজপত্র যাচাই করবেন বলে আশ্বাস দেন।
সরকারি জমি দখলের এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক প্রভাব বিস্তারের অপপ্রয়াস নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।