কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম শাখার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তানিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি এবং এক ব্যবসায়ীর কাছ থেকে ৮০ লাখ টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
এই বিতর্কের সূত্রপাত হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের একটি ক্যাফেতে সমন্বয়ক তানিয়া আরও দুজন ব্যক্তির সঙ্গে একটি আর্থিক লেনদেন নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। সেখানে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “ও তো আপনারে টাকা দিছে কোনো প্রমাণ ছাড়া। এখন টাকাটা নেওয়ার জন্য ও আপনার কাছে একটা প্রমাণ রাখলে সমস্যা আছে?” এর জবাবে তানিয়াকে বলতে শোনা যায়, “আমি তো বলেছি ১ তারিখে…”
আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক সূত্র দাবি করেছে, ভিডিওর এই লেনদেনটি সাধারণ নয়। তাদের মূল অভিযোগ, তানিয়া এক ব্যবসায়ীর কাছ থেকে টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে ৮০ লাখ টাকা নিয়েছিলেন। কিন্তু তিনি কাজটি করে দেননি এবং টাকাও ফেরত দিচ্ছেন না।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বাসিন্দা তানিয়া বর্তমানে চট্টগ্রাম শহরের হালিশহরে বসবাস করেন। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেছেন, আন্দোলনের পর থেকে তানিয়ার জীবনযাত্রায় হঠাৎ বিলাসবহুল পরিবর্তন এসেছে, যা তার স্বাভাবিক আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এই বিষয়টি আন্দোলনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এইসব অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে অভিযুক্ত সমন্বয়ক তানিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সাড়া পাওয়া যায়নি।