ঢাকায় ছাত্রসমাবেশে অংশ নিতে ২০ কোচের বিশেষ ট্রেন ভাড়া করল ছাত্রদল

আসন্ন ছাত্র সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে ঢাকায় হাজারো ছাত্রকে আনতে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chhatra Dal)। রোববার, ৩ আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠেয় সমাবেশকে ঘিরে এই আয়োজন।

বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway) পূর্বাঞ্চল কার্যালয় থেকে পাঠানো এক জরুরি বার্তায় জানানো হয়েছে, ছাত্রদলের অনুরোধে একটি পিএইচটি টাইপের বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে এবং এতে থাকছে মোট ২০টি কোচ—যার মাধ্যমে সর্বমোট ১,১২৬ জন যাত্রী পরিবহন সম্ভব হবে।

সমাবেশের দিন সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে এই বিশেষ ট্রেন। সমাবেশ শেষে আবারও সেটি সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর থেকে রওনা হয়ে ৪ আগস্ট রাত ১টায় চট্টগ্রামে পৌঁছাবে।

রেলওয়ের বার্তায় আরও জানানো হয়, এই ট্রেন পরিচালনার দায়িত্বে থাকবেন চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা। ভাড়া ও আনুষঙ্গিক চার্জ আদায়সহ ট্রেন পরিচালনায় রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৈদ্যুতিক সরঞ্জাম এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া, যাত্রাপথে ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) মোতায়েন থাকবে।

ছাত্রদলের এই উদ্যোগ আগামী রোববারের সমাবেশে সংগঠনের বৃহৎ উপস্থিতি নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক উত্তাপের এই সময়ে এমন সাংগঠনিক তৎপরতা বিশেষ গুরুত্ব বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *