ছাত্র-জনতাকে ঢাকায় আনতে আট জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আসন্ন ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় বিপুলসংখ্যক ছাত্র ও জনতার উপস্থিতি নিশ্চিত করতে আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে সরকার। ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এই কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (Ministry of Liberation War Affairs)।

সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থান অধিদপ্তর ৩ আগস্ট রোববার এক চিঠিতে ট্রেনের অনুরোধ জানায়, যা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় (Ministry of Railways)-এ পাঠানো হয়। সেদিনই ট্রেনের বরাদ্দ নিশ্চিত করে রেল কর্তৃপক্ষ।

এই ট্রেনগুলো নির্ধারিত ভাড়ায় পরিচালিত হবে এবং রেলওয়ের নিয়মিত সেবা বিঘ্নিত না করেই তা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ভাড়া নির্ধারণে ৩০ শতাংশ অতিরিক্ত চার্জ যোগ করা হয়েছে, যা বিশেষ ট্রেন পরিচালনায় প্রচলিত নিয়ম বলে জানায় রেলওয়ে।

কোন জেলা থেকে কত ট্রেন এবং ব্যয় কেমন

রেলওয়ের তথ্যমতে, আটটি উৎস জেলা ও স্থান থেকে ট্রেনগুলো যাত্রী নিয়ে ঢাকায় আসবে এবং কর্মসূচি শেষে তাদের গন্তব্যে ফিরিয়ে দেবে। এদের মধ্যে দূরবর্তী এলাকা থেকে ট্রেনগুলো ভোররাতে ছেড়ে আসবে, আর কাছাকাছি এলাকা থেকে দুপুরের আগেই ঢাকায় পৌঁছাবে।

| উৎস জেলা/স্থান | কোচ সংখ্যা | আসন সংখ্যা | নির্ধারিত ভাড়া |
|——————|————-|—————-|——————|
| চট্টগ্রাম | ১৬ | ৮৯২ | ৭ লাখ টাকা |
| জয়দেবপুর | ৮ | ৭৩৬ | ৭২,৫০০ টাকা |
| নারায়ণগঞ্জ | ১০ | ৫১০ | ৫৬,৫০০ টাকা |
| নরসিংদী | ১২ | ৬৫২ | ৯৫,০০০ টাকা |
| সিলেট | ১১ | ৫৪৮ | ৩.২৩ লাখ টাকা |
| রাজশাহী | ৭ | ৫৪৮ | ৪.৮৫ লাখ টাকা |
| রংপুর | ১৪ | ৬৩৮ | ১০.৫ লাখ টাকা |
| ভাঙা (ফরিদপুর) | ৭ | ৬৭৬ | ২.৬১ লাখ টাকা |

প্রতিটি ট্রেনকেই দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে এবং কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফিরে যেতে হবে।

বিতর্ক ও ব্যাখ্যা

বিশেষ ট্রেনের এই ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা উঠেছে। তবে এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, “রাজনৈতিক দল যেমন ট্রেন ভাড়া নেয়, এবার একটি সরকারি মন্ত্রণালয় অনুরোধ করেছে। আমরা অর্থ পাচ্ছি, তাই ভাড়া দিয়েছি।”

রেল কর্তৃপক্ষও ব্যাখ্যা করেছে যে, কোনো দলের হোক বা সরকারি সংস্থার হোক, নিয়ম অনুসারে অতিরিক্ত ভাড়া নিয়ে ট্রেন বরাদ্দ দেওয়া হয়।

এদিকে জুলাই-আগস্ট জুড়ে অভ্যুত্থান কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদল (Chattogram City Chhatra Dal) ২০ বগির একটি ট্রেন ভাড়া করেছে, যাতে ১,১২৬ জন আসন রয়েছে।

এর আগে ১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) তাদের সমাবেশে অংশ নিতে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া ট্রেন ভাড়া করেছিল, যার মোট ব্যয় ছিল প্রায় ৩২ লাখ টাকা।

এ প্রেক্ষাপটেই উঠে আসছে প্রশ্ন—সরকারি খরচে ট্রেন ভাড়া করে কর্মসূচিতে জনসমাগম ঘটানো কতটা যৌক্তিক? যদিও রেলপথ মন্ত্রণালয় বলছে, “সব কিছু নিয়ম মেনেই হয়েছে”।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *