ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডানহাতের রগ কাটা অবস্থায় সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তেঘরিয়া বাসস্ট্যান্ডের পাশের আলফা গলির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তার শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন না থাকলেও, মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিহত সাইদুল ইসলাম ছিলেন রুহিতপুর ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক এবং পেশায় একজন রাজমিস্ত্রি। সম্প্রতি কাজ না থাকায় তিনি ভাড়ায় অটোরিকশা চালানো শুরু করেন। তার মামা মো. ইব্রাহিম জানান, রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেননি সাইদুল। রাতে পরিবারের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল থানা-য় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে তার লাশ পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মহররম আলী জানান, “মৃতদেহের ডানহাতের রগ কাটা ছিল, তবে শরীরে অন্য কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত রক্তক্ষরণেই সম্ভবত মৃত্যু হয়েছে।” ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্তে নেমেছে পুলিশ
দক্ষিণ কেরানীগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। তবে সাইদুলের অটোরিকশাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা হতে পারে, আবার রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থেকেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না। তদন্ত শুরু হয়েছে।”
ঘটনার রহস্য এখনো দানা বাঁধছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি, যা রহস্যকে আরও ঘনীভূত করছে। এলাকায় শোকের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়েছে।


