জামায়াতকে ‘মওদুদীর ইসলাম’ বলেই অস্বীকার হেফাজতের আমিরের

বাংলাদেশের রাজনৈতিক ইসলামপন্থী দল জামায়াতে ইসলামি (Jamaat-e-Islami) কে প্রকাশ্যে ‘ভণ্ড ইসলামী দল’ বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের (Hefazat-e-Islam Bangladesh) আমির মহিবুল্লাহ বাবুনগরী (Muhibullah Babunagari)। সোমবার (৪ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে। আয়োজক ছিলেন ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’। সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাঈদিয়া দরবারের পীর মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী এবং সঞ্চালনায় ছিলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু মাকনূন মোহাম্মদ আজিজী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, “জামায়াতে ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।”

তিনি আরও বলেন, “তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি সরাসরি জামায়াতের আদর্শিক অবস্থানকে প্রত্যাখ্যান করেন এবং উলামায়ে কেরামের ইসলাম ও মওদুদী ইসলামের মধ্যকার মৌলিক বিভাজন তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা ও ধর্মীয় নেতারা। বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মাওলানা হাবিবুর রহমান, শায়খ হোসাইন মুহাম্মদ মাওলানা ইলিয়াছ, শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা জুনায়েদ বিন জালাল, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা ইয়াহইয়া, মাওলানা ইরশাদ ভূজপুরী, মাওলানা মাহমুদ শাহ, গোলাম রাব্বানি, হাফেজ শোআহব, মুফতি খালেদ, মুজিবুর রহমান ও মাওলানা নোমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *