জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ বিশেষ ট্রেন নিয়ে অসন্তোষ, ‘ভালো ট্রেন’ দাবিতে বিক্ষোভ

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে রাজশাহী স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েছেন ছাত্র-জনতা। রেল বিভাগের বরাদ্দ করা বিশেষ ট্রেনটির মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা নাগাদ রাজশাহী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল বিশেষ ট্রেনটির। কিন্তু তারা এসে দেখতে পান ট্রেনটি যাত্রার উপযোগী নয়। বগিগুলো পুরনো, বসার অযোগ্য এবং গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ সময় লাগবে বলেও অভিযোগ করেন তারা। একজন আন্দোলনকারী বলেন, “ঢাকা যেতে আমাদের প্রায় ৫ ঘণ্টা লাগবে, এই ট্রেনে গেলে তা আরও বাড়বে। আমরা ভালো ট্রেন চাই, সম্মানজনক পরিবহনের অধিকার আমাদের আছে।”

এই প্রসঙ্গে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম (Shahidul Islam) জানান, বিক্ষোভের খবর পেয়ে তারা দ্রুত রেল বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ভালো মানের বগি দেওয়ার চেষ্টা চলছে।

রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্র উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে (Students and General Public) ঢাকায় আনার জন্য মোট ৮ জোড়া বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলোর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা পরিশোধ করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় (Ministry of Liberation War Affairs)।

এই কর্মসূচির মূল আয়োজক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর (July Uprising Directorate) চিঠির মাধ্যমে রেল কর্তৃপক্ষকে জানিয়েছে, ট্রেনগুলোকে অবশ্যই বেলা ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে এবং রাত ৮টা থেকে ৯টার মধ্যে ফেরার যাত্রা শুরু করতে হবে। এই সময়সূচি অনুযায়ী রেলওয়ে একটি বিস্তারিত সূচিপত্র প্রস্তুত করেছে।

রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রংপুর থেকে বিশেষ ট্রেন ছাড়বে আগের দিন রাত ১১টা ৩০ মিনিটে। চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছেড়ে আসবে ৫ আগস্ট ভোরে। ঢাকার আশপাশের জেলা যেমন গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেন ছাড়বে দুপুরের আগে। অনুষ্ঠান শেষে দূরের গন্তব্যের ট্রেন আগে ছাড়া হবে, এরপর পর্যায়ক্রমে ছাড়বে কাছের জেলার ট্রেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *