রাজশাহীতে বিশেষ ট্রেন নিয়ে ক্ষোভ, সিল্কসিটিও আটকালো শিক্ষার্থীরা

ঢাকার পথে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে রাজশাহী থেকে যাত্রার পরিকল্পনা ছিল শতাধিক ছাত্র-ছাত্রীর। কিন্তু রেল বিভাগের পক্ষ থেকে বরাদ্দ করা বিশেষ ট্রেনটি ‘লোকাল’ ও ‘অযথোপযুক্ত’ দাবি করে হঠাৎ রেললাইন অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে রাজশাহী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই অবরোধ শুরু হয়।

আন্দোলনকারীরা জানান, সকাল ৭টা ২০ মিনিটে যে বিশেষ ট্রেনটি ছাড়ার কথা ছিল, সেটি আসলে যাত্রী পরিবহনের মান অনুযায়ী একেবারেই অগ্রহণযোগ্য। তারা অভিযোগ করেন, এই ট্রেনে এক সিটে ৫-৬ জন বসে যেতে হবে, ঢাকায় পৌঁছাতেও অনেক দেরি হবে। তাই তারা দ্রুত ও স্বচ্ছন্দ যাত্রার দাবিতে সিল্কসিটি এক্সপ্রেসসহ রেললাইন অবরোধ করে দেন।

এই বিক্ষোভের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর, সকাল ৮টা ১৩ মিনিটে বিশেষ ট্রেনটি স্টেশন ত্যাগ করে। একইভাবে, সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন, যেটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল, সেটিও আন্দোলনের কারণে সকাল ৮টা ২৫ মিনিটে ছেড়ে যায়।

বিক্ষোভকারীদের মধ্যে বিভাজনও দেখা যায়। একদল শিক্ষার্থী বিশেষ ট্রেনে চড়ে ঢাকায় রওনা হন, অন্যদল যাত্রা করেন অপেক্ষাকৃত আরামদায়ক সিল্কসিটি এক্সপ্রেসে। উত্তেজনাকর এই পরিস্থিতিতে স্টেশনে কিছু সময় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

শুভ আহমেদ (Shuvo Ahmed) নামের একজন রাবি শিক্ষার্থী বলেন, “যে ট্রেনটা আমাদের দেওয়া হয়েছে, সেটা একদমই লোকাল ট্রেন। এক সিটে পাঁচ-ছয়জন করে বসতে হচ্ছে। এরকম ট্রেনে ঢাকায় সময়মতো পৌঁছানো সম্ভব না। এজন্য আমরা ভালো ট্রেনের দাবিতে অবরোধ করি।”

রাজশাহী রেলস্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম (Shahidul Islam) জানান, “ঘটনার সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যেই ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি যথেষ্ট মানসম্মত। এটা শুধুই একটা ভুল বোঝাবুঝি ছিল।”

এই বিশেষ ট্রেনটি রাজশাহী ছাড়াও পাবনা-ঈশ্বরদী (Pabna-Ishwardi), টাঙ্গাইল (Tangail) ও সিরাজগঞ্জ (Sirajganj) থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

ছাত্রদের উত্তেজিত প্রতিক্রিয়া, বরাদ্দ ট্রেনের মান নিয়ে অভিযোগ এবং পুরো ঘটনার রাজনৈতিক আবহ নতুন প্রশ্ন তুলেছে রেল ব্যবস্থাপনার প্রস্তুতি ও সমন্বয় নিয়ে। বিশেষ করে, এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে যোগ দিতে যাত্রার আগমুহূর্তে এমন বিভ্রান্তি প্রশাসনের জন্যও এক সতর্ক সংকেত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *