জুলাই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ঘোষিত জুলাই ঘোষণাপত্র–এ প্রকাশিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মত জানায় দলটি।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত সাংবাদিকদের বলেন, “জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করেন। এই ঘোষণার মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, ভবিষ্যৎ নির্বাচিত সরকারের অধীনে গঠিত সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই দলিল সন্নিবেশিত হবে। সেই সঙ্গে, গণ-অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ঘোষণাপত্রের প্রতি এই ইতিবাচক প্রতিক্রিয়া নতুন অন্তর্বর্তী রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।