জামায়াত নেতার ছাতার নিচে বিএনপি মহাসচিব, শিবির সভাপতির পাশে ছাত্রদল নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজনৈতিক মতাদর্শের ভেদাভেদ ভুলে এক অসাধারণ সম্প্রীতির চিত্র ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের আয়োজন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাপত্র পাঠ করেন।

অনুষ্ঠান চলাকালেই হঠাৎ শুরু হয় প্রবল বৃষ্টি। আর সেই বৃষ্টির মাঝেই দেখা যায় ব্যতিক্রমী দৃশ্য—একই ছাতার নিচে অবস্থান করছেন দেশের ভিন্নধারার শীর্ষ রাজনীতিবিদরা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার (Miah Ghulam Parwar)-এর ছাতার নিচে দাঁড়িয়ে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। ঠিক তেমনি, শিবির সভাপতি জাহিদুল ইসলামের (Zahidul Islam) ছাতার নিচে আশ্রয় নিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib)।

আরও দেখা গেছে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু (Mujibur Rahman Monju)-এর ছাতার নিচে দাঁড়িয়ে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম (Syed Rezaul Karim)।

এই ছবি ও মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে ওঠে। অসংখ্য মানুষ এমন দৃশ্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন, শুভেচ্ছা জানান। রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত সৌহার্দ্য যে বজায় রাখা সম্ভব, তার এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠে এই আয়োজন।

অনেক নেটিজেন মন্তব্য করেন—রাজনীতিতে মতপার্থক্য থাকবেই, তবে শিষ্টাচার ও পারস্পরিক সম্মান বজায় থাকা জরুরি। বিশেষ করে বিএনপি (BNP) ও জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) মতো দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তির নেতাদের মধ্যে যে সৌজন্যপূর্ণ আচরণ দেখা গেছে, তা আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার এই চিত্র অনিশ্চয়তায় ঘেরা রাজনীতিতে এক নতুন আলো জ্বালাতে পারে বলেও মনে করছেন অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *