মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টি (National Citizens Party)–এর সমন্বয় কমিটি বড় ধাক্কা খেলো। আজ শনিবার (৯ আগস্ট) বিকেলে স্থানীয় এক সংবাদ সম্মেলনে একসঙ্গে চার নেতা স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন—শিবচর উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সংবাদ সম্মেলনে তাঁরা একযোগে অভিযোগ করেন, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব বর্তমানে এমন কিছু ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা “অযোগ্য ও বিতর্কিত”।
নেতাদের ভাষ্য অনুযায়ী, এরা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য হওয়ায় দলের প্রকৃত, ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন পাচ্ছেন না। তাঁদের মতে, এমন নেতৃত্বে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা দীর্ঘমেয়াদি উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।
দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তার পর তাঁরা সজ্ঞানে এবং সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে তাঁরা স্পষ্ট করে দেন, বর্তমানে তাঁরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।