আগামীকাল রোববার সারা দেশে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। উপজেলা নির্বাচন কর্মকর্তারা এই খসড়া তালিকা নির্ধারিত স্থানে টানিয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ সরাসরি দেখে প্রয়োজনীয় সংশোধনী বা অভিযোগ জানাতে পারেন।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা শনিবার (৯ আগস্ট) নিশ্চিত করেছেন, এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এই নতুন ভোটারদের তথ্যসহ খসড়া সম্পূরক তালিকা রোববারই সবার জন্য উন্মুক্ত হবে।
খসড়া তালিকা প্রকাশের পর, ভোটার তালিকায় নতুন নাম যোগ, মৃত ব্যক্তির নাম কর্তন, অযোগ্য ভোটারের নাম মুছে ফেলা, ভোটার স্থানান্তর বা অন্য কোনো সংশোধন—সবকিছুর জন্য নির্দিষ্ট ফরম (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ এবং ফরম-১৪) ব্যবহার করে ২১ আগস্ট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
ইসির নির্দেশনা অনুযায়ী, উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং রেজিস্ট্রেশন অফিসাররা ২৪ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। পরবর্তী ধাপের সব কার্যক্রম শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এছাড়া যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলে জানিয়েছে ইসি।