হাসনাতকে উদ্দেশ্য করে ফেসবুকে চিঠি, এনসিপি নেতা মাসুদের পদত্যাগ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP) সমন্বয় কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী এ ইউ মাসুদ (আরফান উদ্দিন) শুক্রবার (৮ আগস্ট) রাতের শেষ প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কাজে সক্রিয় থাকা মাসুদ তার চিঠি সরাসরি সম্বোধন করেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ-কে।

প্রসঙ্গত, গত ২৫ জুন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে সাতকানিয়ার এক মাদ্রাসার শিক্ষক এ ইউ মাসুদকে রাখা হয় ১ নম্বর যুগ্ম সমন্বয়কারীর পদে।

পদত্যাগপত্রে মাসুদ লিখেছেন, এনসিপির সূচনালগ্ন থেকে তিনি সাতকানিয়ায় সাংগঠনিক কাজে নিবেদিত থেকেছেন। কিন্তু দুঃখের বিষয়, সাম্প্রতিক কমিটি গঠনে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই, একজন ব্যক্তির একক সিদ্ধান্তে পুরো কমিটি ঘোষণা করা হয়েছে—যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। তাছাড়া, তাকে এই পদে রাখার বিষয়ে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।
তার ভাষায়, “এই প্রক্রিয়ার প্রতিবাদস্বরূপ আমি এনসিপির সাতকানিয়া উপজেলা শাখার কমিটি থেকে পদত্যাগ করছি। পাশাপাশি ঘোষণা করছি, এরপর থেকে এনসিপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।”

এ বিষয়ে দলের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক সিফাত হোসাইন বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মাসুদকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। তিনি পূর্বে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বলে অভিযোগ আছে, এবং এসব বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে পারেননি। ফলে, কমিটির অন্যান্য সদস্যরা তার সঙ্গে কাজ করতে আগ্রহ হারান। তবে তিনি জোর দিয়ে বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সম্পর্কের কোনো বিষয় জড়িত ছিল না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *