রাজধানীর ঐতিহাসিক বায়তুল মোকাররম মসজিদ (Baitul Mukarram Mosque)-এর সৌন্দর্য বর্ধনে সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন (Dr. A F M Khalid Hossain)। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন আয়োজিত জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
ড. খালিদ বলেন, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে এর ভেতরের অংশকে আধুনিক ও শৈল্পিকভাবে সাজানো হবে। পাশাপাশি মসজিদ কমিটির স্বৈরাচারী কার্যকলাপ রোধে নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে।
একই দিনে দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ (Al Manahil Welfare Foundation Bangladesh)-এর আয়োজনে অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে বক্তব্যে ড. খালিদ বলেন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মেই দান, সাহায্য ও সহানুভূতির গুরুত্বের কথা বলা হয়েছে। প্রতিটি ধর্ম মানবসেবাকে পবিত্র কর্তব্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা নৈতিকতা, ধৈর্য, সহানুভূতি ও আত্মত্যাগের মতো গুণাবলি জাগ্রত করে।
তিনি আরও বলেন, মানবসেবার মাধ্যমে সমাজে সহানুভূতি বৃদ্ধি পায় এবং সামাজিক বন্ধন দৃঢ় হয়। মানুষ একে অপরের পাশে দাঁড়ালে সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, যা স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক। মানবসেবা যে মানসিক প্রশান্তি দেয়, তা অর্থ বা খ্যাতি দিয়েও অর্জন করা সম্ভব নয়।
পরে তিনি সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে তিন কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেন। এই অর্থ সহায়তা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিন (Imdadul Muslimeen)-এর অর্থায়নে প্রদান করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প–১) মো. আনোয়ার হোসেন।