সংসদের উভয়কক্ষেই পিআর পদ্ধতিতে ভোট না হলে আন্দোলনে নামবে জামায়াত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে ভোটের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলাম (Bangladesh Jamaat-e-Islami)। দলটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) এএমএম নাসির উদ্দিনকে। একইসঙ্গে তারা স্পষ্ট করেছে, ফেব্রুয়ারিতে প্রস্তাবিত জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে তাদের কোনো আপত্তি নেই।

রবিবার (১০ আগস্ট) নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে, আমরা সেটাকে স্বাগত জানাই।” তবে তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন অবশ্যই ‘ফেয়ার’ হতে হবে, আর এজন্য ঐকমত্য কমিশনের সব সুপারিশ আইনি ভিত্তি পেয়ে বাস্তবায়িত হওয়া জরুরি।

ডা. তাহেরের ভাষায়, “আমাদের দাবি স্পষ্ট—আমরা নির্বাচন চাই, অংশগ্রহণও করব। কিন্তু নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলি পূরণ হতে হবে। কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলোকে আইনে রূপ দিতে হবে।”

জামায়াত নেতা জানান, তাদের অতিরিক্ত রাজনৈতিক দাবির মধ্যে একটি বড় ইস্যু হলো—শুধু উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষেও পিআর পদ্ধতিতে নির্বাচন। “আমরা আপার হাউজে পিআর পদ্ধতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, কিন্তু আমাদের দাবি দুই কক্ষেই এই পদ্ধতি চালু করা। যদি তা না হয়, তাহলে আমরা আন্দোলনে নামব এবং সেটিকে বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”

বৈঠকে তিনি আরও একটি আঞ্চলিক দাবি তুলে ধরেন—কুমিল্লা-১১ আসন আগের মতো রাখার অনুরোধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *