নির্বাচন নিয়ে দলীয় অবস্থান জানতে এনসিপি’র নেতাদের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন (Tracy Ann Jacobson)-এর বাসভবনে আজ সোমবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা ধরে চলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দ্বিপক্ষীয় সম্পর্কসহ একাধিক বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন এনসিপি নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (গণমাধ্যম) মুশফিক উস সালেহীন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ। অপরদিকে, মার্কিন দূতাবাসের পক্ষে অংশ নেন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।

এনসিপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কারের রূপরেখা, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন এবং দুই দেশের সম্পর্ক জোরদারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় কর্মকাণ্ড যেমন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রার বিষয়েও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়।

উভয় পক্ষ জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও গঠনমূলক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। বৈঠক শেষে মার্কিন দূতাবাসের মুখপাত্র কোনো মন্তব্য না করলেও বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রদূত এনসিপির রাষ্ট্র সংস্কার পরিকল্পনা, জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মনোভাব, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দলের অবস্থান জানতে চান।

এনসিপি নেতারা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, গত বছরের জুলাই–আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার, আসন্ন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল হওয়ার আশা প্রকাশ করেন। জবাবে, মার্কিন দূত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *