মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের সময় লিফলেট বিতরণে বের হওয়া বিএনপি নেতাকর্মীদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে, যেখানে আহত হয়েছেন অন্তত ২০ জন।
আহতদের মধ্যে বেশিরভাগই পাঁচ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা হঠাৎ করেই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিত আক্রমণ চালায়। স্থানীয় সূত্র জানিয়েছে, মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী-র সমর্থনে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণে বের হয় দলীয় নেতাকর্মীরা।
চরশ্যামাইল এলাকায় পৌঁছালে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকির-এর ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক স্থানীয় আওয়ামী লীগকর্মী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আহত ২০ জনের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়, বাকিদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতরা জানান, তারা দত্তপাড়া হয়ে শিবচরে আসছিলেন, এ সময় কাজীর দোকান নামের স্থানে পৌঁছালে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়। ঘটনার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে। কয়েকজন আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।