রাজধানীর গুলশানে সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছেন কি না, তা নিয়ে স্পষ্ট তদন্তের দাবি তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। বৃহস্পতিবার নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই ঘটনায় যদি কোনো উপদেষ্টার সম্পৃক্ততা থাকে, তা জনগণের সামনে উন্মোচন করতে হবে। স্বচ্ছ তদন্ত না হলে আরও প্রশ্ন তৈরি হবে।”
তিনি মনে করেন, এমন অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি, কারণ তথ্য গোপন করা হলে তা জনমনে অবিশ্বাস তৈরি করবে। সালাহউদ্দিন আহমদ বলেন, “এ ধরনের ঘটনার তদন্তের মাধ্যমে আমরা শুধু দোষীদের শাস্তি দিতে পারব না, বরং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারব।”
একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য ও গুজব পরিহারের আহ্বান জানান। তার ভাষায়, “যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন বা বয়কটের পথে হাঁটবেন, তারা জাতীয় রাজনীতি থেকে কার্যত বাদ পড়বেন।”
তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সকল পক্ষের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।