প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সজীব ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ (Sajeeb Ahmed Wazed)-এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission – ACC)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

সন্ধ্যায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-এর সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদের নামে দেশে ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকার স্থাবর সম্পদ এবং ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকার অস্থাবর সম্পদের তথ্য মিলেছে।

ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। অথচ তদন্তে দেখা গেছে, বৈধ ও গ্রহণযোগ্য আয় ছিল মাত্র ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ৫৪২ টাকা। ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকা।

অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব ওয়াজেদ অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেছেন। হুন্ডি বা অন্যান্য অবৈধ চ্যানেলের মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিভিন্ন বিনিয়োগে ব্যয় করেছেন ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকার লেনদেনসহ মোট ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মিলেছে দুদকের হাতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *