সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (Jatiya Party)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী (Shamim Haider Patwary) নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, “একটি দ্বন্দ্বপূর্ণ ও রাজনৈতিকভাবে অস্থির সময়ে নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে।”
তিনি জানান, দলের নেতৃত্ব ও প্রতীক সংক্রান্ত চলমান বিতর্কে আইনগতভাবে জিএম কাদের (GM Quader)-এর পক্ষেই লাঙ্গল প্রতীক থাকবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী জিএম কাদেরই চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের ক্ষমতাও কেবল তার হাতে। যদিও সিভিল কোর্ট সাময়িকভাবে তাকে দায়িত্ব পালন থেকে বিরত রেখেছে, তবুও গঠনতন্ত্র অনুসারে বহিষ্কার আদেশ বহাল আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারী।
বৈঠকে জাপা নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু উদ্বেগ তুলে ধরে, যার মধ্যে প্রধান ছিল সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” নিশ্চিত করা। মহাসচিব বলেন, সম্ভাব্য নির্বাচনের তারিখ নিয়ে তাদের আপত্তি নেই, তবে সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষ মনে না করলেও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা রয়েছে।
ইসলামী আন্দোলনসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জাপাকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী স্পষ্ট করেন, নির্বাচন আইনে এমন কোনো শর্ত পূরণ হয়নি। তার মতে, কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তা গণতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য ক্ষতিকর হবে।