১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা গেছে বিপুল সংখ্যক বিএনপি (BNP) নেতাকর্মীর উপস্থিতি। তারা স্লোগান দিতে দিতে এলাকায় প্রবেশ করেন এবং দলের পক্ষে বিভিন্ন শ্লোগান তোলেন।
একই সময়ে পুলিশ পুরো ধানমন্ডি ৩২ এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ সতর্কতা হিসেবে বিকেল থেকেই এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারীর চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়।
ধানমন্ডি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক জানান, “কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উচ্ছৃঙ্খলতা করতে না পারে, সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
এ সময় আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালায়। ধানমন্ডির বত্রিশে প্রবেশকারী ব্যক্তিদের যাচাই-বাছাই করা হয় এবং সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করা হয়, যাদের আওয়ামী লীগ কর্মী বলে ধারণা করা হচ্ছে।