গুলশান চাঁদাবাজি প্রসঙ্গে উপদেষ্টা আসিফকে ঘিরে গোলাম মওলা রনির তীর্যক মন্তব্য

গুলশান চাঁদাবাজি মামলায় নিজের সম্পৃক্ততা নিয়ে উপদেষ্টা আসিফের বক্তব্যকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি (Golam Maula Rony) তীব্র ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে তিনি খাদ্য, শ্রম ও সততা নিয়ে রূপক ভাষায় মন্তব্য করেন।

রনি লিখেছেন, “এক দিকে নীলা মার্কেটের হাঁসের মাংস, অন্য দিকে পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে নাস্তা! খাওয়া-দাওয়া না করে টানা সারা রাত কাজ! ক্ষুধা আর ক্লান্তি যখন সীমাহীন, তখন কেউ নেই এক গ্লাস পানি বা একটু অন্ন দেওয়ার জন্য।”

তিনি আরও বলেন, “ক্ষুধার যন্ত্রণায় সুবেহ সাদিকের সময় অসহায়ের মতো ঘর থেকে বের হয়ে একমুঠো অন্নের খোঁজে কয়েক মাইল হাঁটতে হয়—তবুও যারা দেশের কল্যাণে নীরবে নিরলস কাজ করে যাচ্ছেন, তাদের সততা নিয়ে যারা প্রশ্ন তোলে—
১। তারা অবশ্যই কেছকি বান্দির পুত সুলতান খাঁর নাতি।
২। তাদের উপর ঠাডা পড়বে।
৩। তাদের গুডি হবে—কলেরা হবে—করোনা হবে।”

তার এই মন্তব্যে সমালোচনার পাশাপাশি ব্যঙ্গ ও কটাক্ষের মিশ্রণ স্পষ্ট, যা গুলশান ঘটনার রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *