১৫ আগস্ট আওয়ামী লীগ পালিত শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ও দোয়া করতে স্বপরিবারে আসেন মাওলানা ওয়ালিউল্লাহ নামে এক যুবক। কিন্তু পুলিশি বাধায় তিনি তা করতে পারেননি। এ কাজে ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার পথে রিকশায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। এসময় নিজ স্ত্রীরই তোপের মুখে পড়েছেন এ মাওলানা।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ধানমন্ডি-৩২ এ শ্রদ্ধা জানাতে ব্যর্থ হওয়া এ যুবক সাংবাদিকদেরকে বলছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে আমি অনেক ভালবাসি। আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি।
এসময় তার স্ত্রী বলেন, এর (ওয়ালিউল্লাহ) মাথায় সমস্যা। সমস্যা না থাকলে এগুলো কেউ বলে? ডাহা মিথ্যা কখা, সারাবছর কোরআন খতমের কোনো খবরই নাই। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কী এগুলো (মাইক্রোফোন) সরাবেন? নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন?
এরপর ওয়ালিউল্লাহ বলেন, আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া ও তার বাড়ি জেয়ারত করতে ঢুকতে চাইলে পুলিশ ঢুকতে দেয়নি। তারা বাধা দিয়েছে। আমি বঙ্গবন্ধুকে খুব ভালবাসি। খুব খারাপ লাগতেছে আমার।
এসময় তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন, আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে। পরে তিনি রিকশা থেকে নেমেই যান।