কখনো নিজেকে আওয়ামী লীগের কর্মী, কখনো এনসিপির, আবার কখনো বিএনপিপন্থি উলামা দলের নেতা বলে দাবি করেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিদ্দিক। তিনি এবার ধানমন্ডি-৩২ নম্বরে এসে গণপিটুনির শিকার হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরের দিকে ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এলে অবস্থান করা জনতার হামলার শিকার হন। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারতে মারতে ধাওয়া করছে কয়েকজন ব্যক্তি। এসময় দৌড়াতে দৌড়াতে তিনি বলেন, আমি বিএনপি করি। এরপর আরেকটা সাক্ষাৎকারে তিনি নিজেকে উলামাদলের আদাবর থানার সভাপতি বলে দাবি করেন।
এদিকে, মারধরের শিকার সিদ্দিকের রহস্যময় রাজনৈতিক অবস্থানের বিষয়ে মন্তব্য করে আব্দুল্লাহ আল জোবায়ের নামে একজন সংবাদকর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, আজব ক্যারেক্টার সিদ্দিক! জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেছিল, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আরও বলেছিল, গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াত কখনও জিততে পারবে না। এনসিপির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে তাকে দেখা গেছে। জিজ্ঞেস করলে বলেছে, পর্যবেক্ষণে গেছে।
তিনি আরও বলেন, ছাত্রদলের ছাত্র-সমাবেশে এসে বলেছেন, তিনি আজকের বিএনপি না, অনেক আগে থেকে বিএনপি করেন। গতবছর ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবের বাড়ি ভাঙতে দেখা গেছে। সর্বশেষ আজ সেখানেই শ্রদ্ধা জানাতে গেলে ধাওয়া ও ধোলাই খেয়েছেন