গোপালগঞ্জে বিএনপির মহাসমাবেশ: কাশিয়ানীতে জনতার ঢল, আসন দখলে নয়া সমীকরণ

গোপালগঞ্জের কাশিয়ানী থানার মহেশপুর ইউনিয়নের জয়নগর স্কুল মাঠ প্রাঙ্গণ শনিবার বিকেলে রূপ নেয় জনসমুদ্রের। বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীসভায় এমন বিপুল জনসমাগমে আক্ষরিক অর্থেই ‘তিল ধারণের ঠাঁই ছিল না’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম (Selimuzzaman Selim)। বিশেষ অতিথি ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ। সভার সভাপতিত্ব করেন মোঃ শাহাদাত হোসেন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মহেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান।

বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত পতিত স্বৈরাচারী সরকারের সাথে আমি কখনো আপোষ করিনি। সে কারণেই মামলা-মোকদ্দমা, এমনকি কারাবাসও আমাকে পোহাতে হয়েছে। তবুও এলাকা ছেড়ে যাইনি।” তিনি প্রশাসন ও ক্ষমতাশালীদের নিরীহ মানুষের প্রতি হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।

অনুষ্ঠানে যুবদলের সাবেক সহ-সাহিত্য সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, “আগামী জাতীয় নির্বাচনে মহেশপুরের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিমকে বিজয়ী করতে হবে। তবেই এই এলাকার উন্নয়নের পথ উন্মুক্ত হবে।”

স্থানীয় জনসাধারণও সেলিমুজ্জামান সেলিমের প্রতি একাত্মতা জানিয়ে বলেন, “আজকাল অনেক অতিথি পাখির আবির্ভাব ঘটেছে, যারা সবসময় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে। কিন্তু সেলিমুজ্জামান সেলিম আমাদের দুঃসময়ে পাশে ছিলেন। আমরা ৩৫ হাজার ভোট দিয়ে তাঁকে পুরস্কৃত করব।”

সভায় উপজেলার বিভিন্ন ইউনিট কমিটির নেতারা দলের মনোনয়ন সেলিমুজ্জামান সেলিমকেই দেওয়ার জোরালো দাবি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকসেদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদ হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনিক রহমান হিরা, যুগ্ম আহ্বায়ক জোবায়ের শেখ, আনিসুর রহমান লিমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ আরও অনেকে।

গোপালগঞ্জ-১ আসনটি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের দখলে। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির বাড়তে থাকা সাংগঠনিক তৎপরতা ও এমন জনসমাগম রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কতটা তীব্র হবে—এ নিয়ে কৌতূহল তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *