অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস (Dr. Yunus)-এর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী (Abdul Kader Siddique)। তাঁর দাবি, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে না পারলে ড. ইউনূসের পরিণতি হবে শেখ হাসিনা (Sheikh Hasina)-র থেকেও “দশ গুণ খারাপ”।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। কাদের সিদ্দিকী বলেন, “জনগণ রাস্তায় নেমেছিল বলেই শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যদি অন্যায় করতে যান, আমি কাদের সিদ্দিকী বেঁচে থাকতে তা হতে দেব না। আইন অনুযায়ী বিচার করুন, শাস্তি দিন—আমরা মাথা পেতে নেব। তবে মনে রাখবেন, শেখ মুজিব আর শেখ হাসিনা এক নন। বাংলাদেশ থাকলে জয় বাংলা থাকবে।”
ড. ইউনূসের উদ্দেশে তিনি আরও বলেন, “অধ্যাপক ইউনূসকে আমি সম্মান করতাম। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা আপনি দেখেছেন। আবার আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধেও বিভিন্ন সরকার অবস্থান নিয়েছিল। তখন আমি না দাঁড়ালে, অর্ধেক গ্রামীণ ব্যাংকই মাটির নিচে চলে যেত। কিন্তু আপনার এক বছরের শাসন মানুষ হৃদয় থেকে নিতে পারছে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে ব্যর্থ হন, তবে আপনার পরিণতি শেখ হাসিনার চেয়ে দশ গুণ ভয়াবহ হবে।”
সমাবেশে মুক্তিযোদ্ধাদের বিষয়েও মন্তব্য করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। তাদের সম্মানী এক লাখ টাকা করতে হবে। তবে এ বছরই অন্তত ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। আমরা ভিক্ষা চাই না, সম্মান চাই। মুক্তিযুদ্ধ বড় কঠিন জিনিস, তখন জীবনের মায়া ছিল না।”