শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) বাংলাদেশের গুণগত পরিবর্তনের অন্যতম কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)।
আজ রবিবার (১৭ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ ২০২৫ সালের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “জনপ্রিয় এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল শহীদ জিয়াউর রহমানের সময়েই। পরবর্তীতে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকার এটিকে বন্ধ করে দেয়। অথচ, দেশের শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য ‘নতুন কুঁড়ি’ ছিল এক ঐতিহাসিক উদ্যোগ।”
তিনি আরও যোগ করেন, “যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে। শহীদ জিয়াউর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর ছিলেন। আমরা রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে শিশু-কিশোরদের সাংস্কৃতিক চর্চা জাগ্রত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা আবার শুরু করছি।”