বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি চুপ্পু’র ছবি অপসারণের নির্দেশ

বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)-এর ছবি অপসারণের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs)। তবে বিষয়টি আনুষ্ঠানিক কোনো চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা তাদের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের অন্যান্য মিশনকে এই বার্তা পৌঁছে দেবেন। এভাবেই সরকারিভাবে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

বিভিন্ন দেশের মিশন সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকজন কূটনীতিক এখনো কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক নির্দেশ পাননি। তবে বিদেশের অন্তত দুটি মিশনের প্রধান স্বীকার করেছেন, তারা ইতোমধ্যে এ ধরনের নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক জানান, “ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে—রাষ্ট্রপতির ছবি আর রাখা যাবে না। তবে বিষয়টি কোনো সরকারি নথি বা ই-মেইল নয়, কেবল টেলিফোনে জানানো হয়েছে। এরপর আমাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত দূত অন্য মিশনগুলোতেও খবরটি পৌঁছে দিচ্ছেন এবং বিষয়টি তদারকিও করছেন।”

আরেক কূটনীতিক জানান, তাদের ক্ষেত্রে সরাসরি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত যোগাযোগ করেননি। বরং কাছাকাছি একটি মিশন থেকে অন্য এক রাষ্ট্রদূত এই নির্দেশ পৌঁছে দিয়েছেন।

তবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্ভরযোগ্য সূত্র এমন নির্দেশনার কোনো সত্যতা নিশ্চিত করেনি। এমনকি তাদের পক্ষ থেকে কে এমন নির্দেশনা দিয়েছে তাও জানাতে পারেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *