দেশে নতুন বিপ্লবের আভাস দিলেন রেজা কিবরিয়া

দেশে আরেকটি বিপ্লব দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সভাপতি রেজা কিবরিয়া (Reza Kibria)। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে রেজা কিবরিয়া অভিযোগ তোলেন, জুলাই-আগস্টে যারা জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার। তার ভাষায়, “তারা একটি বছর পুরোপুরি নষ্ট করেছে।” তিনি বলেন, এ সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং নিজেদের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে তৎপর। এই পরিস্থিতিতে দেশে আবারও একটি বিপ্লব ঘটতে পারে বলে সতর্ক করেন তিনি।

ড. রেজা কিবরিয়া আরও বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এই সরকার। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমরা ভেবেছিলাম দেশের শাসন ব্যবস্থায় একটা গুণগত পরিবর্তন আসবে, উন্নতির ছাপ পড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি।” তার মতে, রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে; ফলে দেশি-বিদেশি বিনিয়োগে ভরসার জায়গা তৈরি হয়নি।

একই অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ (Shawkat Mahmud) কড়া সমালোচনা করেন বর্তমান সরকারের নীতির। তিনি অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) দেশে এক ধরনের বক্তব্য রাখছেন, আর বিদেশে গিয়ে দিচ্ছেন ভিন্ন সুরে মন্তব্য। এনসিপি’র দৃষ্টিতে, প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন, কারণ তিনি নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) খুঁজছেন।

শওকত মাহমুদ আরও মন্তব্য করেন, “সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয়, কিন্তু সেই সক্ষমতা এই সরকারের নেই। আমরা এই সরকারকে সমর্থন করলেও তাদের অদক্ষতা, ব্যর্থতা আর অপদার্থতাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *