রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahman)-এর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি ও গ্রেপ্তারের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমান অবশেষে জামিন পেয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী (Farzana Yasmin Rakhi) জামিনের আবেদন করলে আদালত তা অনুমোদন করেন। এর ফলে কয়েকদিনের আইনি জটিলতা ও সামাজিক আলোচনার পর আজিজুর রহমান সাময়িক মুক্তি পেলেন।
ঘটনার সূত্রপাত শুক্রবার, যখন আজিজুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিতে চান। তবে সেখানে উপস্থিত জনতার একাংশ তাকে ‘অপরিচিত’ ভেবে আক্রমণ করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিনের আদালতে তোলা হলে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলার সঙ্গে তার নাম জড়িয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে হাজির হয়ে তাকে কারাগারে রাখার আবেদন জানান, যা বিচারক মঞ্জুর করেছিলেন।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তোলেন—শ্রদ্ধা জানাতে যাওয়া এক সাধারণ রিকশাচালক কীভাবে গণপিটুনি ও কারাবাসের মুখোমুখি হলেন। আদালতের আজকের জামিন আদেশে কিছুটা হলেও সেই বিতর্কে স্বস্তির আবহ তৈরি হয়েছে।