বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটি সম্প্রতি ভেঙে দিয়ে নতুন করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটির নেতৃত্বে এসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman), যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাঈদ সিদ্দিকি। সিনিয়র সহসভাপতির পদে আছেন লেফটেন্যান্ট জেনারেল মো. শাহিনুল হক। সহসভাপতি হিসেবে যোগ দিয়েছেন মেজর জেনারেল (অব.) এ কে এম আব্দুল্লাহিল বাকী এবং হাফিজুর রহমান খান। যুগ্ম সম্পাদক হয়েছেন কর্নেল সাজ্জাদ হোসেন, আর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহবুবুর রহমান।
কার্যনির্বাহী সদস্য পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালেহিন মনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল মঈন, আরশি হায়দার, ব্রিগেডিয়ার জেনারেল আনিসউজ্জামান খান, মেজবাহ্-উল-হক, প্রফেসর শাহিন মাহবুবা হক, মো. জহিরুল ইসলাম, স্কোয়াড্রন লিডার (অব.) মো. দিদারুল ইসলাম, সারেক রহিম, লেফটেন্যান্ট কমান্ডার (অব.) কামার আলম, কর্নেল (অব.) মো. মাহবুবুর রহমান এবং মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী।
নতুন কমিটি ঘোষণার পর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, গলফ ফেডারেশনের জন্য এটি একটি নতুন সূচনা। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচনের মাধ্যমে ফেডারেশনকে আরও দায়িত্বশীল ও অংশীদারিমূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়া সম্ভব হবে।
গলফ খেলাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ফেডারেশন কার্যকর অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।