আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul)। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর সরকার দায়িত্ব হস্তান্তর করে সরে দাঁড়াবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন আয়োজন সরকারের দায়িত্ব, কোনো দলের নয়। আমরা মাথায় রেখেছি—ফেব্রুয়ারিতেই নির্বাচন, আর ফেব্রুয়ারিতেই আমরা চলে যাব।”
আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য আসাটা আসলে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এটা বাংলাদেশে বরাবরের মতোই হয়ে আসছে। রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ স্বার্থে বিভিন্ন কথা বলে। এটাকেই আমি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখি।”
তিনি জোর দিয়ে বলেন, সরকারের অবস্থান নিয়ে কোনো বিভ্রান্তি নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus) সর্বজনস্বীকৃত ও আন্তর্জাতিকভাবে নন্দিত একজন ব্যক্তিত্ব। তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটি থেকে একচুলও সরে আসার চিন্তা নেই সরকারের।
আসিফ নজরুলের ভাষায়, *“আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) নিজেই ঘোষণা দিয়েছেন। আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সেই ঘোষণার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”