শুধু গত ১৫ বছর নয়, ১০ বছর এরশাদবিরোধী আন্দোলনও করেছে বিএনপি

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান (Dr. Abdul Moyeen Khan) বলেছেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিস্ট শাসন থেকে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত হয়েছি।” তাঁর মতে, এই আন্দোলন হঠাৎ জন্ম নেয়নি; বরং গত ১৫ বছরের বিএনপি ও এদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ধারাবাহিক সংগ্রামের পরিণতি হিসেবেই এটি চূড়ান্ত রূপ ধারণ করে।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার (Barrister Abdus Salam Talukder) স্মৃতি সংসদ, তাঁর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে।

ড. মঈন খান স্মরণ করিয়ে দেন, শুধু সাম্প্রতিক ১৫ বছরের সংগ্রাম নয়, আশির দশকেও বিএনপি সামরিক শাসনের বিরুদ্ধে প্রায় ১০ বছর ধরে অবিচল লড়াই চালিয়েছে। সেই সময় দলের নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)। দীর্ঘ প্রতিরোধ শেষে নব্বইয়ের দশকের শুরুতে সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ (Hussain Muhammad Ershad) পদত্যাগে বাধ্য হন।

আলোচনা সভায় আব্দুস সালাম তালুকদারের অবদানের কথাও তুলে ধরেন তিনি। মঈন খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সাহসিকতা ছিল অনন্য। নব্বইয়ের আন্দোলনে তিনি নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন। পাশাপাশি নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। মঈন খানের ভাষায়, “বাংলাদেশের গণতন্ত্রায়নের ইতিহাসে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার চিরদিনের জন্য লিপিবদ্ধ থাকবেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *