ডাকসু নির্বাচনে তন্বীর সম্মানে গবেষণা সম্পাদক পদ শূন্য রাখল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Bangladesh Jatiotabadi Chhatra Dal)। সংগঠনটি তাদের ঘোষিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কাউকে মনোনয়ন দেয়নি। কারণ হিসেবে জানানো হয়েছে, চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়া সানজিদা আহমেদ তন্বীর প্রতি সম্মান প্রদর্শনের জন্যই পদটি শূন্য রাখা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন। তিনি বলেন, “তন্বীর সাহসিকতা ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা গবেষণা সম্পাদক পদে কাউকে রাখিনি।”

এ সময় সংগঠনটি তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করে। ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিমকে।

ছাত্রদলের এ সিদ্ধান্তকে অনেকেই তন্বীর প্রতি রাজনৈতিক পরিসরে এক ধরনের প্রতীকী সম্মান জানানো বলেই দেখছেন। অন্যদিকে আসন্ন ডাকসু নির্বাচনে এই পদ শূন্য রাখার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *