এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে মদ্যপ অবস্থায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে বাউফলের নওমালা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কাবিল মৃধাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাউফল থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে শুক্রবার পটুয়াখালী আদালতে পাঠিয়েছে। কাবিল মৃধা উপজেলার বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কাবিল বৃহস্পতিবার রাতে ছুরি হাতে নিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শফিকুল ইসলামের বাসায় যান এবং তার বাবা আব্দুল মোতালেবের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় বাসার কিছু আসবাবপত্র ভাঙচুর করেন তিনি। এরপর স্থানীয়রা তাকে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান, চাঁদাবাজির অভিযোগে কাবিল মৃধাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *