বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন (Asaduzzaman Ripon) আশঙ্কা প্রকাশ করেছেন যে, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়বে। তাঁর মতে, এই ব্যবস্থায় কোনো দলই সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। এর ফলে একদিন সকালে একটি সরকার, বিকেলে আরেকটি সরকার—এমন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সরাসরি সংকটে ফেলবে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিরঅংক বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত প্রাক-নির্বাচনী পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
রিপন বলেন, “বাংলাদেশ এখনো শক্ত ভিত্তির গণতান্ত্রিক চর্চা করতে পারেনি। এমন পরিস্থিতিতে যদি সংখ্যানুপাতে নির্বাচন চালু করা হয়, তবে বড় রাজনৈতিক দলগুলোকে ছোট ছোট দলগুলোর শর্ত মেনে চলতে হবে। এতে স্থায়ী কোনো সরকার টিকে থাকবে না। বরং রাজনৈতিক দুর্যোগ অবশ্যম্ভাবী হয়ে উঠবে।”
এর আগে বিকেলে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন। পথিমধ্যে কয়েকটি স্থানে থেমে তিনি বক্তব্য দেন এবং নির্বাচনের আগাম প্রচারণায় অংশ নেন।