বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Begum Khaleda Zia)-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান।
পাকিস্তানের এই মন্ত্রীকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। পরে খালেদা জিয়ার সঙ্গে তার সৌজন্যমূলক বৈঠক হয়।
সাক্ষাৎকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ইসহাক দার। বৈঠকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার (Imran Haider) উপস্থিত ছিলেন। এ তথ্য গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
উল্লেখযোগ্যভাবে, এক যুগেরও বেশি সময় পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন। শনিবার তিনি দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। সফরের প্রথম দিনটিতে ইসহাক দার ব্যস্ত সময় কাটান—সে দিন তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।