ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের খ্যাতনামা মুফতি সালমান মানসুরপুরী

ফিকহি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, দারুল উলুম দেওবন্দের উস্তাযুল হাদিস ও মুফতি, নায়েবে আমিরুল হিন্দ মুফতি সাইয়েদ মুহাম্মাদ সালমান মানসুরপুরী (Mufti Syed Muhammad Salman Mansoorpuri) দীর্ঘ তিন বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছেন। ছয় দিনের এ সফরকে ঘিরে ইতোমধ্যেই দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে তিনটায় তিনি হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তাঁর সফর কার্যক্রম শুরু হবে সিলেট দিয়ে। প্রথম দিনই তিনি জামিয়াতুশ শাইখ আসআদ মাদানীতে ইসলাহি মাহফিল ও দোয়া অনুষ্ঠানে যোগ দেবেন। ১১ ও ১২ সেপ্টেম্বর টানা দুইদিন তিনি সিলেটের বিভিন্ন ইসলামী জলসায় অংশগ্রহণ করবেন।

এরপর ১৩ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় আগমন করবেন মুফতি সালমান মানসুরপুরী। সেদিন সকালে আফতাব নগর মুনাজ্জাম মাদানি মক্তবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই দিনে মাদরাসাতু সালমান ঢাকার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এছাড়া জামিয়াতু ইব্রাহীমে যোহরের নামাজ ও বিশ্রামের পর আসর ও মাগরিবে ঢাকার বিভিন্ন মাদরাসায় সফর করার কথা রয়েছে। রাতে তাঁর অবস্থান হবে সিদ্ধিরগঞ্জের হজরত বেলাল হাবশী মাদ্রাসা কমপ্লেক্স ও মাদানীনগর মাদরাসায়।

১৪ সেপ্টেম্বর (রবিবার) সকাল থেকে তিনি মাদানীনগর মাদরাসা, মারকাজুল ইরশাদ আল ইসলামী ও জামিয়া আরাবিয়া রবিউল উলুমসহ রাজধানীর নানা প্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। বিকেলে জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা এবং রাতে জামিয়া কারিমিয়া আরাবিয়া ও জামিয়া ইকরা বাংলাদেশে সফর করবেন।

পরের দিন ১৫ সেপ্টেম্বর (সোমবার) ঢাকার সফর শেষ করে রাজশাহীর পথে রওনা হবেন তিনি। সেখানে জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ কাটাখালি, আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়া পোরশা বড় মাদ্রাসা, দক্ষিণ হোসেনপুর মদিনাতুল উলুম কওমী মাদরাসা ও ইসলামিয়া দারুল উলুম শিবরামপুরে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। এছাড়া দিনশেষে মাদরাসাতুল আবরার আল ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে যোগদান করবেন তিনি। রাতের পর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঢাকার দক্ষিণখানের হুসাইনিয়া আসয়াদুল উলুম মাদরাসায় নাস্তা শেষে মুফতি সালমান মানসুরপুরীর বাংলাদেশ সফর শেষ হবে। এরপর তিনি পুনরায় ভারতের দারুল উলুম দেওবন্দে প্রত্যাবর্তন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *