৭ দিন সময় চাইলেন ফজলুর রহমান, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান (Fazlur Rahman) দলের পাঠানো শোকজ নোটিশের জবাব দিতে ৭ দিনের সময় চাইলেও, শেষ পর্যন্ত দল তাঁকে মাত্র ২৪ ঘণ্টার অতিরিক্ত সময় দিয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ফজলুর রহমানের লিখিত আবেদনের প্রেক্ষিতে এই সীমিত সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি (BNP)-র দপ্তর সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রটি জানায়, বিতর্কিত মন্তব্যের কারণে শোকজ পাওয়া ফজলুর রহমান দলের দপ্তরে আবেদনপত্র জমা দিয়ে সাত দিনের সময় চান। তবে দল তাঁকে জানিয়ে দেয়, প্রাথমিকভাবে নির্ধারিত ২৪ ঘণ্টার সময়সীমা শেষে আরও ২৪ ঘণ্টার অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গতকাল রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, জুলাই মাসে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানসহ নানা রাজনৈতিক ইস্যুতে তাঁর বিতর্কিত মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

নোটিশে বলা হয়, এসব বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে এবং তা লিখিত আকারে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে ২৪ ঘণ্টার মধ্যে।

সে অনুযায়ী সোমবারই ছিল তাঁর জবাব জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ে জবাব না দিয়ে সাত দিনের সময় চেয়ে আবেদন করেন ফজলুর রহমান। যদিও বিএনপি সিদ্ধান্ত নেয়, সময়সীমা বাড়ানো হবে, তবে তা একদিনের বেশি নয়।

এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষা ও বিতর্কিত বক্তব্যের বিষয়ে কঠোর অবস্থান প্রদর্শনের বার্তা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *