হুমকি ও বিতর্কিত মন্তব্য নিয়ে ফজলুর রহমানের ক্ষোভ, ‘মৃত্যুকে ভয় করি না’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান (Fazlur Rahman) অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাকে ঘিরে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, “আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে ঘুম থেকে উঠে দেখি সাত-আটজন শিক্ষার্থী আমার নামে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চাইছে, মব তৈরি করার চেষ্টা করছে। কিন্তু মব বা মৃত্যুর ভয় আমার নেই। আমি মৃত্যুকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া একজন মানুষ।”

ফজলুর রহমান জানান, ফ্রান্স থেকে দুই ইউটিউবার তাকে হত্যার হুমকি দিয়েছে। তাদের জামায়াত সংশ্লিষ্ট দাবি করে তিনি বলেন, “আমি ’৭১ সালে মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াতে ইসলামী স্বাধীনতার সময়কার ভূমিকা নিয়ে বসুক, বলুক—এ বিষয়ে কোনো আপস নেই।”

তিনি আরও বলেন, “আমার বাসার সামনে যখন কয়েকজন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন, ঠিক তখন ফ্রান্স থেকে ইউটিউবাররা আমাকে হুমকি দিয়েছে। এটা একটা পরিকল্পিত চেষ্টা।”

“জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে”—এই বক্তব্য তার মুখে শোনা যায়নি বলে দাবি করেন ফজলুর রহমান। তিনি বলেন, “এটা বানানো হতে পারে। আমি বলিনি। আমাকে প্রমাণ দেখান কোথায় আমি এটা বলেছি। পুরো বক্তব্য শোনাতে হবে, শুধু ইউটিউবের দুই লাইন বাজিয়ে প্রমাণ হয় না। পুরো ভিডিওতে যদি প্রমাণ করতে পারেন, আমি ক্ষমা চাইব।”

তিনি অভিযোগ করেন, “এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা যে মিথ্যা নয়, সেটা প্রমাণ করতে হবে। যদি প্রমাণ হয় সত্যিই আমি বলেছি, তাহলে অবশ্যই আমি দুঃখ প্রকাশ করব।”

এসময় বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের কথাও উল্লেখ করেন ফজলুর রহমান। তিনি জানান, রোববার রাত ৯টার দিকে একজন বার্তাবাহক তার বাসায় নোটিশ পৌঁছে দিয়ে যান। এ বিষয়ে তিনি জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে তার লাগাতার ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ মন্তব্যের কারণে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *