কভিড-১৯ মহামারীর কিছুটা পূর্বের এক ব্যক্তিগত অভিজ্ঞতা স্মরণ করে আরজে কিবরিয়া (RJ Kibria) কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রুমিন ফারহানার (Rumeen Farhana) প্রতি। সোমবার রাতের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক আবেগঘন পোস্টে তিনি জানান, কীভাবে রুমিনের সহায়তায় তার জনপ্রিয় অনুষ্ঠান ‘আপন ঠিকানা’ রক্ষা পেয়েছিল প্রযুক্তিগত বিপর্যয়ের হাত থেকে।
আরজে কিবরিয়া লেখেন, “বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কভিডের সময়ের কিছুটা আগের সময়। ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানটির বয়স তখন ছয় মাসের মতো। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাওয়ার গল্প। তখন হঠাৎ করেই আমার ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায়। আমি একটা স্ট্যাটাস দিয়ে সবাইকে জানাই—আমার পেজ মহাবিপদে। মনে হচ্ছিল ‘আপন ঠিকানা’র যাত্রা বুঝি এখানেই থেমে যাবে।”
এই বিপদের মুহূর্তেই সাহায্যের হাত বাড়িয়ে দেন রুমিন ফারহানা। আরজে কিবরিয়া লেখেন, “স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের এফএম-এর একজন ভাই কল করে বলেন, রুমিন আপনার পেজের ব্যাপারে সাহায্য করতে বলছেন। এরপর তিনি পেজটি ফেরত পেতে সহযোগিতা করেন। যদি সেই পেজ ঠিক না হতো, তবে ‘আপন ঠিকানা’র গল্প হয়তো তখনই শেষ হয়ে যেত।”
তিনি আরও জানান, “সেদিন থেকে আজ পর্যন্ত রুমিন ফারহানার সঙ্গে আমার একবারই কথা হয়েছে—তা-ও নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়। ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে একবার দেখে আসার, কিন্তু সময় করে উঠতে পারিনি। রুমিন, আপনাকে আমার কৃতজ্ঞতাটা জানানো হয়নি। পারতাম ব্যক্তিগতভাবে জানাতে, কিন্তু পাবলিকলি জানালাম কারণ আপনিও ‘আপন ঠিকানা’র একজন যোদ্ধা।”
পোস্টের শেষে রুমিন ফারহানার প্রতি নিজের শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে আরজে কিবরিয়া লেখেন, “রাজনীতির বাইরের একজন অসাধারণ মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সব সময়ই ছিল। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। হাসনাত আপনি-আপনারা মুখোমুখি হলে আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।”
এই আবেগঘন স্মৃতিচারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই রুমিন ফারহানার এই সহযোগিতাকে একজন নেত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় হিসেবে দেখছেন।