লন্ডনের এক দোকানে মুসলিম নারীর ছদ্মবেশে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল (Laxman Lal)। স্থানীয় পুলিশ জানিয়েছে, তিনি পুরো শরীর ঢেকে রাখা কালো বোরকা ও নিকাব পরে দোকানে প্রবেশ করেছিলেন, যাতে তাকে নারীরূপে মনে হয় এবং দোকানদার বা পথচারীদের সন্দেহ এড়ানো যায়।
কিন্তু তার হাঁটার ভঙ্গি ও আচরণ অনেকের কাছে অস্বাভাবিক মনে হয়। তখনই উপস্থিত কয়েকজন স্থানীয় লোক তাকে ঘিরে ফেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বোরকা ও নিকাবে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে কয়েকজন মানুষ চারপাশ থেকে ঘিরে রেখেছেন। হৈচৈয়ের মধ্যে এক পর্যায়ে একজন নিকাব টেনে খুলে ফেলেন। সঙ্গে সঙ্গে সবার সামনে প্রকাশ পায় ছদ্মবেশী ওই ব্যক্তি আসলে একজন পুরুষ।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে আটক করে। পরে জানা যায়, তিনি ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল।
ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা চলছে। অনেকেই মন্তব্য করছেন, ধর্মীয় পোশাক ব্যবহার করে অপরাধ সংঘটিত হলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে। আবার অন্যরা লক্ষ্মণ লালের এই কাজকে প্রতারণার অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনার বিস্তারিত এখনো তদন্তাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন আছে।